ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল রিমান্ডে আদালতে পুলিশ হেফাজতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা এক চাঁদাবাজির মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। মিরপুর থানা পুলিশ তাকে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

বুধবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুলাল নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন মোজাম্মেলের বিরুদ্ধে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।