ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে থেকে গ্রিন লাইন-৩ লঞ্চের যাত্রা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
বরিশালে থেকে গ্রিন লাইন-৩ লঞ্চের যাত্রা বাতিল গ্রিন লাইন-৩ লঞ্চের ভেঙে যাওয়া গ্লাসের একাংশ, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে থেকে গ্রিন লাইন ওয়াটার ওয়েজের এমভি গ্রিন লাইন-৩ লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বরিশাল থেকে ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল-ঢাকা নৌ-রুটে দিবা সার্ভিসে গ্রিন লাইনের ক্যাটামেরান টাইপ দু’টি লঞ্চ যাত্রীসেবা দিয়ে আসছে।

বৃহস্পতিবার সকালে গ্রিন লাইন-৩ লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা দেয়।

দুপুর সাড়ে ১২ টার দিকে মেঘনার উত্তাল ঢেউয়ের কারণে লঞ্চটি সামনের একটি গ্লাস (৬ ফুট বাই ৮ ফুট) ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের দুই যাত্রী আহত হলে অন্যান্য যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুরে লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দরে পৌছালে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে (বরিশাল থেকে ঢাকা) যাত্রা বাতিল করা হয়।  

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে যাত্রা বাতিল করা হলে কিছু যাত্রী গন্তব্যে যেতে না পাড়ায় ক্ষোভপ্রকাশ করেছেন। যদিও পরে তারা বিষয়টি বুঝতে পেড়েছেন। পরে মেরামতের জন্য লঞ্চটি ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। লঞ্চটি আড়াইশো যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিলো।

সদর নৌ-থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল জানান, গ্রিন লাইন-৩ লঞ্চের গ্লাস ভেঙে ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা মো. মিলন (৪৮) ও তার মেয়ে লামিয়া আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬১২ ঘন্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।