বৃহস্পতিবার থেকে বাইকে তিনজন আরোহী থাকলেও তেল বিক্রি করা হচ্ছে না।
আরএমপি’র মুখপাত্র ও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনা কমাতে আরএমপি এই নির্দেশনা দিয়েছে।
ইফতে খায়ের আলম বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী থাকলে তার কাছেও তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আরএমপির ১২ থানায় মোট ২৪টি তেল পাম্প আছে। বৃহস্পতিবার অধিকাংশ পাম্পে পুলিশের নির্দেশনামূলক ব্যানার টাঙানো হয়েছে। দুই-একটি বাকি আছে। শুক্রবারের (৭ সেপ্টেম্বর) মধ্যে সেগুলোতেও ব্যানার টাঙানো হবে।
কোনো পাম্পে মহানগর পুলিশের নির্দেশনা অমান্য করা হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মনিরুল হক ও সাধারণ সম্পাদক শিমুল জানান, পুলিশের নির্দেশনা মোতাবেক তারাও সমিতিভুক্ত সব পাম্পগুলোতে নির্দেশনা দিয়েছেন। হেলমেট পরে না থাকলে কোনো পাম্প থেকেই তেল বিক্রি করা হচ্ছে না।
বাইকে আরোহী তিনজন থাকলে তাকেও তেল দেওয়া হচ্ছে না বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসএস/আরআর