ভূমিকম্পের পর ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দূতাবাস যোগাযোগ করেছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।
টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে বৃহস্পতিবার জানানো হয়, ভূমিকম্প পরবর্তী মৃদু কম্পন চলমান রয়েছে। দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। ইতোমধ্যে দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে (+৮১-৮০-৪০৬৫৬৬০১ অথবা +৮১-৮০-৪৪৫৬১৯৭১)।
আক্রান্ত এলাকায় বসবাসরত সব বাংলাদেশিকে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য এবং যেকোনো তথ্য/সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
টিআর/এএ