ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে দিল্লির বন্যা সতর্কবার্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
বাংলাদেশকে দিল্লির বন্যা সতর্কবার্তা স্যাংপো নদী এবং ব্রহ্মপুত্র নদের গতিপথের ম্যাপ

ঢাকা: চীনের স্যাংপো থেকে এসে ব্রহ্মপুত্র নদে গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি পানি বেড়ে ভারতের আসামে বন্যা লেগে গেছে। এখন এ পানির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেজন্য বাংলাদেশকে বন্যার সতর্কবার্তা দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এই বন্যা সতর্কতা দেওয়া হয়। পরে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।

দিল্লির হাইকমিশন থেকে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, তিব্বতে বন্যা হওয়ার ফলে স্যাংপো নদীর পানি ছেড়ে দিয়েছে চীন। এতে ভারতের ব্রহ্মপুত্র নদের পানি উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। যা গত ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ পানি। যেকারণে বাংলাদেশেও বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয় , চীন থেকে পানি আসার কারণে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে আসাম ও অরুণাচল রাজ্য সরকারকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।