বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এই বন্যা সতর্কতা দেওয়া হয়। পরে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।
দিল্লির হাইকমিশন থেকে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, তিব্বতে বন্যা হওয়ার ফলে স্যাংপো নদীর পানি ছেড়ে দিয়েছে চীন। এতে ভারতের ব্রহ্মপুত্র নদের পানি উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। যা গত ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ পানি। যেকারণে বাংলাদেশেও বন্যার আশঙ্কা করা হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয় , চীন থেকে পানি আসার কারণে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে আসাম ও অরুণাচল রাজ্য সরকারকে ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
টিআর/টিএ