ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৪২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
শাহজালালে ৪২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২০ কার্টন (৮৪ হাজার শলাকা) বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর।

শনিবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কুয়েত থেকে ফ্লাইটে করে আসা নিষিদ্ধ এ সিগারেটগুলো জব্দ করা হয়।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত  থেকে ছেড়ে আসা কেইউ ২৮৩ ফ্লাইটটি শনিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে।  

৩ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে চারটি লাগেজ মালিকবিহীন অবস্থায় শুল্ক গোয়েন্দা জব্দ করে। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খুলে ৪২০ কাটুনে ৮৪ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করে। জব্দ হওয়া সিগারেট মধ্যে ৩০৩ এবং ব্ল্যাক ব্র্যান্ডের রয়েছে।  

সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছিলো না। যা আইন বহির্ভূত। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।