শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে মদনের জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ালীউল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, প্রবীণ শিক্ষক নিত্যানন্দ পাল, সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, জাহাঙ্গীরপুর টি আমীন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মদন উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কমিটির আহ্বায়ক মোদাচ্ছের হোসেন শফিক।
এরআগে, সোমবার (৩ সেপ্টেম্বর) শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদী থেকে সকাল ৭টায় সাঁতার শুরু করেন ক্ষিতীন্দ্র। পরে ০৫ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টায় নেত্রকোনার মদন উপজেলার দেয়ান বাজার এলাকার মগড়া নদী দিয়ে পাড়ে উঠেন তিনি।
এরআগে, ২০১৩ সালে ১৭৭ কিলোমিটার দূরপাল্লার সাঁতার কেটে (কিউবা থেকে ফ্লোরিডা) বিশ্ব রেকর্ড করেছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু ডায়না নাঈদ।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এনটি