শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত পৌঁনে ১১টার দিকে উপজেলার বেলেডাঙ্গা বাজারস্থ কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। তিনি কৃষ্ণনগরের মৃত ছলুদ্দিন গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে মোশারফ ওই যুবলীগ কার্যালয়ে বসে গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে পরপর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
টিএ