শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাতে পীরপুর গ্রামের আব্দুল হানেফের (৬০) কাছে টাকা চেয়ে তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন তার ছেলে মামুন।
পরে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান হানেফ।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া এ ঘটনায় আতাইকুলা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
টিএ