ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে শোক প্রস্তাব গৃহীত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
সংসদে শোক প্রস্তাব গৃহীত

সংসদ ভবন থেকে: সরকার দলীয় সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

পাশাপাশি ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতেও শোক প্রস্তাব আনা হয়।

এছাড়া বাসচাপায় নিহত রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের নামেও শোক প্রস্তাব গৃহীত হয়।


 
রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে সুজা ও তাজুলের শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এছাড়া সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাংবাদিক মামুনুর রশিদসহ গত ২১তম অধিবেশনের পর থেকে ২২তম অধিবেশনের আগ পর্যন্ত মৃত্যুবরণ করা বিশিষ্ট ব্যক্তিবর্গের নামেও শোক প্রস্তাব আনা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।