ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সমর্থন চেয়েছে এস্তোনিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সমর্থন চেয়েছে এস্তোনিয়া বাংলাদেশ ও এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক/ ছবি- শাকিল

ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের সমর্থন চেয়েছে এস্তোনিয়া। এদিকে রোহিঙ্গা ইস্যুতে এস্তোনিয়ার জোরালো সর্মথন চেয়েছে বাংলাদেশ।

রোববার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ও এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে এ সমর্থন চাওয়া হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয় ‍সূত্র জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইসভেন মিকচার।

বৈঠকে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের সমর্থন চেয়েছেন।  

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক অবস্থান করছেন বলে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করা হয়। একই সঙ্গে এ বিষয়ে এস্তোনিয়ার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন মাহমুদ আলী।

বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়ে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করা হয়। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা করতে এস্তোনিয়া আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের দেশ এস্তোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। সে কারণে অন্যান্য বাল্টিক দেশগুলোর পাশাপাশি এস্তোনিয়ার সঙ্গেও সম্পর্ক বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এস্তোনিয়া আগামী ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে প্রার্থিতার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছে এস্তোনিয়া।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশে প্রথমবারের মতো এবারই এস্তোনিয়ার কোনো পররাষ্ট্র মন্ত্রী সফরে এসেছেন। ইসভেন মিকচার সোমবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা,  সেপ্টেম্বর ১০, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।