ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ইউএসবি এক্সপ্রেসের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
পঞ্চগড়ে ইউএসবি এক্সপ্রেসের শাখা উদ্বোধন ইউএসবি এক্সপ্রেসের শাখা উদ্বোধন করছেন বিক্রয় ও বিপণন পরিচালক আফতাব উজ-জামান

পঞ্চগড়: পঞ্চগড়ে ইউএস বাংলা এয়ারলাইন্স’র প্রতিষ্ঠান "ইউএসবি এক্সপ্রেস" এর শাখা উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদরের সেন্ট্রাল প্লাজার শিতল রেস্টুরেন্ট হল রুমে ইউএসবি এক্সপ্রেস এর বিক্রয় ও বিপণন পরিচালক আফতাব উজ-জামান এ শাখার উদ্বোধন করেন।  

চিঠিপত্র, প্রয়োজনীয় ডকুমেন্ট, পার্সেল তাদের নিজস্ব পরিবহনে নিরাপত্তাসহ গন্তব্যে পৌঁছে দেওয়া এ প্রতিষ্ঠানের অংঙ্গীকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম আজম।  

এ সময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভা মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, চ্যানেল ম্যানেজার ইউএসবি এক্সপ্রেস এর আহসান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।