রোববার (০৯ সেপ্টেম্বর) বিকেলে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে গাড়ী চালকদের ব্লাড প্রেসার, চোখের দৃষ্টি, কানের শ্রবণ শক্তি, গাড়ী চালক মাদকাসক্ত কিনা এগুলোসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে চালকসহ যাত্রী,পথচারী ও সাধারণ মানুষের সচেতন হতে হবে। ট্রাফিক আইন জানার পর মেনে চলতে হবে। একজন গাড়ী চালক আট ঘণ্টার বেশি গাড়ী চালাতে পারে না। চালকের আট ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. মিজানুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচাক একেএম সাদ উদ্দিন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯ , ২০১৮
এমআরএম/এএইচ