রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর সোনাডাঙ্গা মসজিদ স্মরণীতে অবস্থিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রেস ট্রেড বিডি’র লোগো নকল করে অন্য নামে বাজারজাত করার অভিযোগ রয়েছে।
পুলিশের অভিযানে ছয়টি নকল ব্যাটারি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফ্রেস ট্রেড বিডি’র মালিক মো. ফজলুল করিম বলেন, প্রতারক চক্রটি অনেকদিন থেকে আমার প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ব্যাটারি বাজারজাত করছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দুই পক্ষের বক্তব্য শোনার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯ , ২০১৮
এমআরএম/এএইচ