ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আরো ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে ভেড়ামারা উপকেন্দ্রে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরো ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে ভেড়ামারা উপকেন্দ্রে ...

কুষ্টিয়া: ভারত থেকে আমদানিকৃত আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা ব্যাক-টু ব্যাক উপকেন্দ্রে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয় থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউ দিল্লী থেকে এ ভিডিও কনফারেন্সে যোগ দেবেন।

 

কুষ্টিয়ার ভেড়ামারায় নতুন স্থাপিত উচ্চ ক্ষমতার গ্রিড উপকেন্দ্রের (এইচভিডিসি) দ্বিতীয় ব্লকের মাধ্যমে এ বিদ্যুৎ আমদানি করা হবে। এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর ভেড়ামারায় স্থাপিত এইচভিডিসির প্রথম ব্লকের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়।

ইতোমধ্যে ভেড়ামারা গোলাপনগরস্থ ব্যাক-টু ব্যাক বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  

সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।  

বাংলাদেশ সময়: ২১০৫  ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।