দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ
খুলনা: খুলনায় ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । আটকরা হলেন-তোহিদুল ইসলাম (২২) ও টনিস মল্লিক (৩০)।
রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপসা উপজেলার যুগিহাটী পশ্চিমপাড়া থেকে তাদের আটক করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের নেতৃত্বে রুপসা থানার যুগিহাটী পশ্চিমপাড়ার আসাদুল হকের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এসময় ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান।
এ ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯ , ২০১৮
এমআরএম/এএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।