ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাসপোর্ট অফিসের নিচে কোনো টং দোকান নয়

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
পাসপোর্ট অফিসের নিচে কোনো টং দোকান নয় কেরানীগঞ্জে অবস্থিত যাত্রাবাড়ী পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান। ছবি/বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট অফিস মানুষের সেবা দেওয়ার জন্য। এখানে কোনো দালালি-দুর্নীতি চলবে না। সব দালালি হয় অফিসের নিচের টং দোকানগুলোতে। এজন্য পাসপোর্ট অফিসের নিচে চা-পান-বিড়ির কোনো দোকান থাকবে না। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জে অবস্থিত যাত্রাবাড়ী পাসপোর্ট অফিস পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন।

পরে তিনি সহকারী পরিচালক আবজাউল আলমকে পাসপোর্ট অফিস থেকে আনসার তুলে নেওয়ার মৌখিক নির্দেশনা দেন। পাশাপাশি এ অফিসটি সাতদিনের মধ্যে দুর্নীতিমুক্ত করার আল্টিমেটাম দেন। পরে তিনি দালালির অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ডাব বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনসারদের সহযোগিতায় বহিরাগতরা এ পাসপোর্ট অফিসে দালালি করেন। এজন্য আনসার তুলে নিতে বলেছি এবং আগামী সাতদিনের মধ্যে এ অফিসকে দুর্নীতিমুক্ত করার নির্দেশ দিয়েছি। আগামী রোববার আমি আবার পরিদর্শনে আসবো। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দারা যাতে এ অফিস থেকেই সেবা নিতে পারেন সে ব্যবস্থা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।