মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হকের আদালত এ জামিন মঞ্জুর করেন।
মোজাম্মেলের আইনজীবী জায়েদুর রহমান জানান, তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এরআগে বুধবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুলাল নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন মোজাম্মেলের বিরুদ্ধে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এমআই/ওএইচ/