ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
চাঁদাবাজি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের জামিন আদালতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হকের আদালত এ জামিন মঞ্জুর করেন।

মোজাম্মেলের আইনজীবী জায়েদুর রহমান জানান, তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করা আছে।

এরআগে বুধবার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দুলাল নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন মোজাম্মেলের বিরুদ্ধে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।