মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় কক্সবাজার জেলার আব্দুর রহমান বদি এমপি, সাইমুন সারোয়ার কমল এমপি এবং আশেখ উল্লাহ রফিক এমপি উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের কাছে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
জিপি