ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে জলাতঙ্ক রোগে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বাগেরহাটে জলাতঙ্ক রোগে ব্যবসায়ীর মৃত্যু কুকুরের কামড়ে নিহত ব্যবসায়ী ইব্রাহিম চাপরাশি

বাগেরহাট: বাগেরহাটে মো. ইব্রাহিম চাপরাশি (৫০) নামে এক ব্যবসায়ী জলাতঙ্ক রোগে মারা গেছেন। তিনি মোরেলগঞ্জ পৌরসভার সরালিয়া এলাকার বাসিন্দা।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় তিনি মারা যান। মৃত ইব্রাহিম পেশায় পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) নিহতের ছেলে নাইম চাপরাশী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি পোষা কুকুর গত তিনমাস আগে তার বাবাকে কামড় দিলে তিনি আহত হন। পরে স্থানীয়ভাবে কবিরাজি ওষধ সেবন করেন। কিন্তু গত ৬ সেপ্টেম্বর হঠাৎ তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে বলে জানান।

পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাড়িতে নিয়ে আসা হয়। অবশেষে সোমবার রাতে তার বাবা মারা যান।

স্থানীয় সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, কুকুরের কামড়ের বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ব্যবসায়ী ইব্রাহিম মারা গেছেন। বেওয়ারিশ কুকুরের কামড়ে অনেকে আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন দেওয়া হলে অনেকে সুস্থ হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বাংলানিউজকে বলেন, জলাতঙ্ক রোগে ইব্রাহিম চাপরাশি নামে এক ব্যবসায়ী মারা গেছেন বিষয়টি শুনেছি। তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিলে এ অবস্থা হতো না।  

জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।