মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমরাইদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনতাজ গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে আমরাইদ বাজার এলাকায় ওই নয় জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মনতাজকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোমেনা হক জানান, বিকেল ৪টার দিকে মনতাজকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া বজ্রপাতের ঘটনায় আরও আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরএস/আরবি/