বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ঘটনাস্থল থেকে রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা তিনজনকে আটক করেছে।
রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, হাসপাতালের ৮নং ওয়ার্ডে রোগীকে স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এ সময় ওই ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেছেন রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় তিনজনকে আটক করা হয়; যাদের থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে অঘোষিত কর্মবিরতিতে চলে গেছেন নার্সরা। তারা হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসএস/এমএ