ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র চা চাষিদের নিয়ে পঞ্চগড়ে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ক্ষুদ্র চা চাষিদের নিয়ে পঞ্চগড়ে র‌্যালি ক্ষুদ্র চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে চাষিদের র‌্যালি

পঞ্চগড়: ক্ষুদ্র চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে পঞ্চগড়ের চাষিদের নিয়ে র‌্যালি হয়েছে। 

বুধবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নর্দান চা প্রকল্প এবং বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়ের আয়োজনে এ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালিতে অংশ নেন- চা বোর্ডের যুগ্ম সচিব ও চা বোর্ডের সদস্য মো. গোলাম মওলা, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ গিয়াস উদ্দিন আহাম্মদ, বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল-মামুন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ মো. সামসুল হকসহ জেলার ক্ষুদ্র চা চাষিরা।  

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।