ঢাকা: কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপন ও ৯২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর সদর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার এস এম আসাদুজ্জামান ফেরদৌসের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা আতিকুল আলম, সহকারী পরিচালক, দুর্নীতি দুমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়কে (টাঙ্গাইল) দ্রুত সময়ের মধ্যে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি।
অভিযোগে বলা হয়, এস এম আসাদুজ্জামান ফেরদৌস ২০১৭ সালের ২১ মে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৩২৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেন।
বিবরণ অনুযায়ী তিনি অর্জিত সম্পদ ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯২ লাখ ২৫ হাজার ৪৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা অবৈধ উপায়ে অর্জিত।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
আরএম/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।