বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জিপিও’র বৈদেশি পার্সেল শাখা থেকে খাতের এ চালানটি জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম বাংলানিউজকে জানান, মাদকগুলো আফ্রিকার একাধিক দেশ থেকে ‘গ্রিন টি’ হিসেবে ডাকযোগে বাংলাদেশে আসে।
গোপন তথ্যের ভিত্তিতে ১৫টি কার্টন ভর্তি ১৯৩ কেজি ওজনের খাতের এ চালানটি জব্দ করা হয়েছে। কোন ঠিকানায়, কার নামে মাদকগুলো আনা হয়েছে বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
পিএম/জেডএস