বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর (বিআরডিবি) পল্লী ভবন মিলনায়তনে এ সভার আয়োজন করে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট কর্তৃপক্ষ।
কিং ব্রান্ড সিমেন্টের এজিএম (সাউথ উইং) খন্দকার তাজরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারবাদ পৌরসভার মেয়র মো. গোলাম কবির।
স্থানীয় রাজমিস্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে কিং ব্রান্ড সিমেন্টর গুনগত মান, উৎপাদন প্রক্রিয়া ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। পরে র্যাফেল ড্র'র মাধ্যমে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এছাড়াও রাজসভা শেষে উপস্থিত সব রাজমিস্ত্রীদের বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয় এবং অনুষ্ঠানে আগত নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধিজনদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএস/আরআইএস/