বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ এর একটি দল উপজেলার উত্তর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আমীর উপজেলার ইশিবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, ভিজিএফ’র চাল পাচারের জন্য একটি গোদামে মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার উত্তর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৫১০ বস্তা ভিজিএফ’র চালসহ গোদামের মালিক আমিরকে আটক করা হয়।
এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এএসপি হাফিজুল।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আরআইএস/