ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

একটি ব্রিজ কমাতে পারে হাজারও মানুষের দুর্ভোগ 

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
একটি ব্রিজ কমাতে পারে হাজারও মানুষের দুর্ভোগ 

রংপুর: কয়েক হাজার মানুষের নদী পারাপারের সম্বল একটি বাঁশের সাঁকো। এতে করে পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটি ব্রিজই কমাতে পারে এ মানুষগুলোর দুর্ভোগ।

ঘৃনই নদীর ওপর স্থাপিত বাঁশের সাঁকোটির অবস্থান রংপুরের বদরগঞ্জ উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে লোহানীপাড়া ইউনিয়নের ঘৃনই মালতোলা নামক স্থানে। নদীর ওপারে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন।

নবাবগঞ্জ উপজেলা সদর থেকে দূরত্ব বেশি এবং যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না হওয়ায় উপজেলার কুশদহ ইউপির পশ্চিমপাড়া, ডিঙ্গাপাড়া, বাদিঘৃনই, মধ্যটারিসহ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াতের জন্য এই সাঁকো ব্যবহার করেন। এদিকে বিভিন্ন কাজের তাগিদে বদরগঞ্জের মালতোলা, ঘৃনই, ঘুনুরঘাট, আমতলাসহ বেশ কিছু গ্রামের লোকজন কুশদহে আসার জন্য এই সাঁকোটি ব্যবহার করেন।

এ দুই উপজেলার প্রায় ১০টি গ্রামের হাজারও মানুষ যাতায়াত এই বাঁশের সাঁকো দিয়ে অথচ এখানে আজও কোনো ব্রিজ নির্মাণ হয়নি। আর এ নিয়ে গ্রামবাসীর ক্ষোভ আর কষ্টের অন্ত নেই। এখন তাদের প্রাণের দাবি একটি ব্রিজ।

গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপির পশ্চিমপাড়া গ্রামের মেহেরুল নামের এক যুবক কাঁধে বাইসাইকেল
নিয়ে সাঁকো পার হচ্ছেন।

কথা হলে মেহেরুল বলেন, প্রতিনিয়ত কাজের জন্য আমাদের বদরগঞ্জে আসতে হয়। কারণ, আমাদের এ পাড়ের অসংখ্য মানুষের জমি ওপাড়ে রয়েছে। তাছাড়া আমাদের এখান হতে নবাবগঞ্জের দূরত্ব অনেক এবং যাতায়াত ব্যবস্থাও ভালো না হওয়ায় এ অঞ্চলের মানুষ বদরগঞ্জেই বেশি যাতায়াত করে।

কথা হয় ঘৃনই মালতোলা (বদরগঞ্জ) গ্রামের বাসিন্দা সাহারা বেগমের সঙ্গে।

তিনি বলেন, সাঁকোর পাশেই আমার বাড়ি। ওপারে (নবাবগঞ্জ) আমাদের এ এলাকার মানুষের অনেক জমি রয়েছে। ধান কেটে সাঁকো দিয়ে নিয়ে আসতে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। এখানে একটি ব্রিজ নির্মাণ হোক এটাই আমাদের দাবি।  

তিনি আরও জানান, জনপ্রতিনিধিরা ভোটের আগে এসে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও পরে আর কোনো উদ্যোগ নিতে দেখা যায় না।  

বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ্ জানান, বাঁশের সাঁকোটির স্থলে ব্রিজ হওয়া জরুরি। আমি ব্যক্তিগত ভাবে পিআইও অফিসে ব্রিজটির জন্য আবেদন করি। মাপে বেশি হওয়ায় পিআইও অফিসের পক্ষে ব্রিজটি করা সম্ভব না। পরে এলজিইডিতে যোগাযোগ করেছি।

রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক জানান, নদীটির অবস্থান
দুই উপজেলার মাঝখানে হওয়ায় আমি ব্যক্তিগতভাবে ওই এলাকার এমপির সঙ্গে যোগাযোগ করেছি। আমি চেষ্টা করছি ব্রিজটি যেন দ্রুততম সময়ের মধ্যে হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।