বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলালের বাড়ি পঞ্চগড় সদরের কায়েতপাড়ায়।
আহতরা হলেন সদর উপজেলার কামাতপাড়ার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান (৬৫) ও বানিয়াপাড়ার উয়াইছুল কুরাইসি (৬৫)।
পুলিশ জানান, সকালে ওই তিনজন মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে রংপুর যাচ্ছিলেন। পথে বোদা বাইপাস এশিয়ান হাইওয়েতে ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুলালের। এসময় আহত হন অপর দু’জন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সায়েম মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআই