ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ধর্ষণ মামলায় নন্দ গোপাল সরকার নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকার অর্থদণ্ডও দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) একেএম নুরুল হুদা রুবেল জানান, ২০১০ সালের ৭ এপ্রিল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক নারীকে ধর্ষণের সময় হাতে নাতে ধরা পড়ে নন্দ গোপাল সরকার।

এ ঘটনার পরদিন ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় মামলা করেন ওই নারী। তদন্ত শেষে একই বছরের ৭ জুন নন্দ গোপাল সরকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে আটজনের সাক্ষ্য নিয়ে বিচারক আজ এ মামলার রায় দেন।

সাজাপ্রাপ্ত নন্দ গোপাল সরকার জামিন নিয়ে পলাতক রয়েছে। তিনি শিবালয় উপজেলার নিহার চন্দ্র পালের ছেলে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
কেএসএইচ/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।