ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া কসকা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মুকুট (৩৫) নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

মোহাম্মদ মুকুট জেলার ফুলগাজী বন্দুয়া দৌলতপুর এলাকার মৃত বদরুদৌজা চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফেনী সদরের ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া কসকা এলাকায় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে মুকুট নামে একব্যক্তিকে উদ্ধার করে ফেনী আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়েছিলো।

ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারেনি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।