ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
শেরপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

শেরপুর: শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আসামির উপস্থিতিতে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আমিনুল ইসলাম শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামের ওহাব মণ্ডলের ছেলে।

 

আদালাতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু মামলার বরাত দিয়ে বলেন, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মন্ডলপাড়া গ্রামে আমিনুল ইসলাম দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী শিখা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ গোয়াল ঘরে ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করেন।

পিপি বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে স্বামী আমিনুলসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আমিনুলসহ চারজনের নামে অভিযোগপত্র দেয়।

মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। রায়ে অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।