ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে দুইটি হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
গাংনীতে দুইটি হাতবোমা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (কড়াইগাছি) গ্রামের সাবেক সদস্য আইয়ূব আলীর বাড়ির গেটের সামনে থেকে দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতবোমা দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৃহকর্তা আইয়ূব আলীর ছেলে আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল ৭টার দিকে বাড়ির বাইরে গেটের সামনে লাল কসটেপ মোড়ানো হাতবোমা দেখতে পেয়ে স্থানীয় এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিয়।

পরে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, বাড়ির লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে হাতবোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে নেওয়া হয়েছে। তবে কারা কী কারণে বোমা দুটি রেখেছে তা খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।