শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা থেকে বরিশালে ফেরার পথে গুরুতর আহত হন তিন যুবক। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অপর দুইজন হলেন- আরিফ (৭) ও মিজান (২৪)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এমএস/আরআইএস/