র্যাব হেফাজতে আটক টুম্পা ও রিমন। ছবি: বাংলানিউজ
বরিশাল: বরিশালে এক হাজার ৪৪৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একটি প্রাইভেটকার ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) র্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের একটি দল গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর এলাকার মো. লুৎফর রহমান চৌধুরী ওরফে টুটুলের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় এক হাজার ৪৪৮ বোতল ফেনসিডিলসহ গোপালগঞ্জ থানা সদরের ঘোষেরচর এলাকার মো. লুৎফর রহমান চৌধুরী ওরফে টুটুলের স্ত্রী অনিন্দীতা রহমান টুম্পা (৩৫) ও তার ভাগ্নে ঢাকার আশুলিয়া থানার কবিরপুর এলাকার আব্দুল মোতালেব খানের ছেলে কে এম রায়হান রিমনকে (২৪) আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।