শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জে গাজী আমানুজ্জামান মর্ডান কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আজ যারা শিক্ষার্থী আগামী দিনে তারাই এই জাতির কান্ডারি হবে, তাই তোমাদের সেভাবেই নিজেদের গড়ে তুলতে হবে।
গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ ও জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী মো. আলতাফুজ্জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান, বিজিবি’র চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, কলেজের প্রতিষ্ঠাতা গাজী মো. আমানুজ্জামান, একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।
নবীন বরণ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, অভিভাবক,
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজ মাঠে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।
বিকালে সিংগি ডোবা বিলে ঐহিত্যবাহী নৌকাবাইচ খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আরএ