শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মধুপুর সাগরদীঘি রোডে মোটেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ঘাটাইল উপজেলার তালতলা নতুন বাজার এলাকার ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী মেহেদী বাংলানিউজকে জানান, ঘাটাইল উপজেলার ওই এলাকায় পাঁচ মোটরসাইকেলে ১০ বন্ধু বেড়াতে যান। বেড়ানো শেষে ফেরার পথে মোটেরবাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মৃত্যু হয়। গুরুতর আহত হন রাকিব।
মধুপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ওএইচ/