পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানের নির্দেশে সদর, গাংনী ও মজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মুজিবনগর থানা পুলিশের দায়ের করা একটি নাশকতার মামলায় মোনাখালি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জামায়াত নেতা সাইফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে জামায়াত নেতা আব্দুস সালাম ও গাংনী থানা পুলিশের দায়ের করা একটি মামলায় রাজাপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে বিএনপি নেতা ইউনুছ আলীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ওএইচ/