ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ঝিনাইদহে ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালন দেশটাকে পরিষ্কার করি দিবস উপলক্ষে র‌্যালি

ঝিনাইদহ: ‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দেশটাকে পরিষ্কার করি দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে পরিবর্তন চাই নামে একটি সংগঠন শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক প্রমুখ।

র‌্যালি শেষে পরিবর্তন চাই সংগঠনের কর্মীরা চারটি দলে বিভক্ত হয়ে শহর পরিষ্কার অভিযান শুরু করে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।