ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
বাকেরগঞ্জে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ ইয়াবাসহ আটক ২। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ থানার লেবুখালী ফেরিঘাটের উত্তরপাড় এলাকায় র‌্যাব-৮, বরিশালের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ এলাকার মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) ও কক্সবাজারের উখিয়া থানার কতুপালং (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. আ. আজিজের ছেলে মো. ইব্রাহিমকে (২০) আটক করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ৪৩৯ হাজার পিস ইয়াবা, ৩টি মোবাইল সেট, ৪টি সিমকার্ড ও মাদক বিক্রির ১০ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।