ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
কোটালীপাড়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেলা রানী দাস (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কান্দি এলাকার ঘের পাড়ের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার গভীর রাতে কে বা কারা তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি গ্রামের বিলের মধ্যে নিজেদের দাস এগ্রো ফার্ম লিমিটেডের মাছের ঘের পাড়ে একটি ঘরে থাকতেন বিরেন দাস ও তার স্ত্রী বেলা রানী দাস। ঘটনার দিন রাতে বিরেন দাস বাড়িতে ছিলেন না, কাজের জন্য  ঢাকায় গিয়েছিলেন। রাতে কে বা কারা এসে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে বেলা রানীকে হত্যা করে।

শনিবার সকালে ওই গ্রামের সুমন্ত শীল (ওই ঘেরে কাজ করেন) নামে এক বৃদ্ধ বেলা রানীকে খুঁজতে গিয়ে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজনকে জানায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সত্যটা জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।