শনিবার( ১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভবেরচর এলাকার একটি সেলুন দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বাউরা এলাকার মঙ্গল নট্টের ছেলে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে নেশার ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে। দীর্ঘ ২৫ বছর পর ভারত থাকার পর তিনি ২-৩ দিন আগে বাংলাদেশ আসেন।
গজারিয়া আসার পর সুমন সেলুনে কাজে নিয়োজিত ছিল। তাকে সেলুনের ভিতর রেখে দোকান মালিক গ্রামে গিয়েছিলেন। সকালের দিকে দোকান খোলে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
তবে তার বিরুদ্ধে গজারিয়া থানায় কোনো মাদক মামলা নেই। মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জিপি