এরমধ্যে কলাপাড়া উপজেলায় পুকুরে ডুবে তৈয়বা নামে সাত বছরের এক শিশুর মুত্যৃ হয়েছে। তৈয়বা ওই গ্রামের মো.আল-অমিনের মেয়ে।
স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে গিয়ে তৈয়বা নিঁখোজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুঘর্টনায় মো. নেছার উদ্দিন হাওলাদার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নেছার উদ্দিন মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন বাকেরগঞ্জ-চান্দখালী সড়কে অটোরিকশা থেকে পড়ে গিয়ে নেছার উদ্দিনের মৃত্যু হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/ওএইচ/