সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজাউল রাজশাহীস্থ আরফিন তেল কোম্পানির ম্যানেজার ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে হাজিরহাট এলাকায় ঢাকা থেকে মালবাহী একটি ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরিকে ধাক্কা দেয়। এতে লরিটি সড়কের পাশে পানিতে পড়ে গেলে লরিতে থাকা রেজাউল গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআরএস