ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেড়েই চলেছে যমুনার পানি, জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বেড়েই চলেছে যমুনার পানি, জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি-বাংলানিউজ

জামালপুর: যমুনা নদীর পানি বেড়েই চলেছে। বিগত ২৪ ঘণ্টায় চার সেন্টিমিটার পানি বেড়েছে। 

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সোমবার (১৭ সেপ্টেম্বর) জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করেছে ১৯.৫৬ সেন্টিমিটার। এখানে স্বাভাবিক পানির স্তর হচ্ছে ১৯.৫০ সেন্টিমিটার।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার কয়েকশ’ একর রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, পানি বাড়ায় দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বরখাল, মাঝিপাড়া, খোলাবাড়ি গুচ্ছগ্রাম, চর ডাকাতিয়া, খোলাবাড়ি বাজার, ইসলামপুরের বেরকুশা, মধ্য বেলগাছা, আজমবাদ, বামনা, ডেবরাইপেচ, দেওয়ানপাড়া, মন্নিয়া, বরুল ও সিন্দুরতলী গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ইসলামপুরের চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাংলানিউজকে
জানান, চিনাডুলী ইউনিয়নের ১০টি গ্রামে পানি ঢুকেছে। প্রতিদিনই নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মেহিদী হাসান টিটু বাংলানিউজকে জানান, বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। এখনও বন্যা কবলিতদের জন্য কোনো বরাদ্দ না দিলেও তাদের সহযোগিতার জন্য সরকার প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।