সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানান সনাফ’র নেতারা।
এতে তারা জানান, দেশের অন্যান্য স্থানে ধারাবাহিক মেডিকেল কলেজ স্থাপন হলেও মৌলভীবাজার উপেক্ষিত রয়েছে।
অন্যদিকে একই দাবিতে দীর্ঘদিন থেকে নানা কর্মসূচি পালন করে আসা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসআপ গ্রুপ যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচিতে তাদের সমর্থন নেই বলে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটসআ্যপ গ্রুপ এ জেলায় মেডিকেল কলেজের দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সেমিনার, স্মারকলিপি দেওয়াসহ বর্তমানে স্কুল-কলেজ এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে। চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বাক্ষর দিয়ে বিষয়টির প্রতি সমর্থন জানাচ্ছেন। কিন্তু হরতালের মতো কর্মসূচিকে আমরা সমর্থন করি না।
এদিকে, এ কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানের রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল।
তিনি বলেন, যারা হরতালের কথা বলছেন আমরা তাদের কাউকে চিনি না। শুনেছি তারা বর্তমান সরকারের বিরোধী পক্ষ। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। হরতালের নামে বিশৃঙ্খলার সুযোগ তারা পাবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআরএস/এসআই