সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কয়েন বাজারে এ ঘটনা ঘটে।
আহত রেজাউল করিম ধানাইদহ গ্রামের মৃত ইনছের আলীর ছেলে।
আহতের স্বজনেরা জানান, সোমবার বিকেলে রেজাউল নাটোর কোর্টে হাজিরা দিয়ে কয়েন বাজারে এসে বাস থেকে নামেন। এ সময় সেখানে অবস্থান করা ৭-৮ জন যুবক তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তারা রেজাউলকে একটি ভুটভুটিতে তুলে পাশের কয়েন কবরস্থানে নিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনটি