ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বড়াইগ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নাটোর: পূর্ব বিরোধের জের ধরে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রেজাউল করিম (৪৫) নামে এক ইউপি সদস্য কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । 

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কয়েন বাজারে এ ঘটনা ঘটে।  

আহত রেজাউল করিম ধানাইদহ গ্রামের মৃত ইনছের আলীর ছেলে।

তিনি নগর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য ছিলেন।  

আহতের স্বজনেরা জানান, সোমবার বিকেলে রেজাউল নাটোর কোর্টে হাজিরা দিয়ে কয়েন বাজারে এসে বাস থেকে নামেন। এ সময় সেখানে অবস্থান করা ৭-৮ জন যুবক তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তারা রেজাউলকে একটি ভুটভুটিতে তুলে পাশের কয়েন কবরস্থানে নিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।  

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।