ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লায় ট্রাক চাপায় মাইশা (০৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কামারখন্দ আঞ্চলিক সড়কে পৌর এলাকার মাসুমপুর মহল্লায় রহমান পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাইশা ওই মহল্লার বোরহান উদ্দিনের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসাআই) আব্দুল কাদের বাংলানিউজকে জানান, কান্দাপাড়া এলাকা থেকে লামিয়া পরিবহনের একটি ট্রাক শহরে যাওয়ার পথে ওই শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।