ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
কাঁঠালিয়ায় কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনিমেশ বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুয়ার উত্তর পাড় ভাড়াটিয়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে কাঁঠালিয়া থানা পুলিশ।  

যশোর জেলার বাজারপাড়া গ্রামের অরেবন্ধু বিশ্বাসের ছেলে অনিমেশ বিশ্বাস উপজেলার ছোনাউটায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং আমুয়া বন্দর এলাকার জাহাঙ্গীরের (ভাড়া) বাসায় স্বপরিবারে বসবাস করতেন।

 

সকালে গোসল করতে গিয়ে গলায় গামছা লাগিয়ে আড়ার সঙ্গে তিনি ফাঁস দেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে তদন্ত করে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।