দণ্ডপ্রাপ্ত মনোয়ার হোসেন বানারীপাড়ার দক্ষিণ বাইশারী এলাকার আদম আলীর ছেলে। নিহত আকলিমা বেগম পিরোজপুরের নেছারাবাদের মৃত আবুবক্কর হাওলাদারের মেয়ে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিন উল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে আকলিমার সঙ্গে মনোয়ারের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। ২০১২ সালে দ্বিতীয় বিয়ে করে মনোয়ার। এরপর মনোয়ার তার প্রথম স্ত্রী আকলিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক হয়। সালিশি সিদ্ধান্তে আকলিমাকে ঘরে তুলে নিতে বাধ্য হয় মনোয়ার। এতে মনোয়ারের দ্বিতীয় স্ত্রী নাছিমা বেগম ক্ষুব্ধ হয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর মনোয়ার ও নাছিমা মিলে আকলিমাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০১৩ সালের ১৬ জানুয়ারি আকলিমাকে ডাক্তার দেখানোর জন্য সন্ধ্যা নদী পাড়ি দিয়ে কাজলা বাজারে নিয়ে যায় মনোয়ার। সেখানে সময় কাটিয়ে রাতে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাতে সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার সময় মনোয়ার আকলিমাকে নৌকা থেকে নদীতে ফেলে দেয়। এরপর আকলিমার মৃত্যু নিশ্চিত বুঝে চিৎকার করে। জেলেরা এসে নদী থেকে মনোয়ারকে জীবিত এবং আকলিমাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন ১৭ জানুয়ারি আকলিমার ভাই আব্দুল ছালেক হাওলাদার বাদী হয়ে মনোয়ারকে আসামি করে হত্যা মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট তদন্ত কর্মকর্তা বানারীপাড়া লবনাসাড়া তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন মনোয়ারকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন বিচারক।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমএস/ওএইচ/